রাতের আধারে ঘুরে ঘুরে তিস্তার চরে সেনাবাহিনী খাদ্য সামগ্রী বিতরণ

এ,এল,কে খান জিবূ লালমনিরহাট জেলা প্রতিনিধি
এ,এল,কে খান জিবূ লালমনিরহাট জেলা প্রতিনিধি এ,এল,কে খান জিবূ লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২১ | আপডেট: ৬:৩০ অপরাহ্ন, ১২ জুলাই ২০২১

বাড়িতে কেউ আছেন, আমি সেনাবাহিনী থেকে এসেছি। এভাবেই লালমনিরহাট সদর উপজেলরার তিস্তা এলাকায় ১১ জুলাই রাতে বাড়িতে বাড়িতে গিয়ে সেনাবাহিনী রংপুর ডিভিশনের আয়োজনে নিজেস্ব অতিরিক্ত রেশন থেকে খাদ্য সহায়তা প্রদান করেন।

খাদ্য সহায়তার উদ্বোধন করেন মেজর আব্দুল মালেক। তিনি বলেন,  সেনাবাহিনীর তত্বাবধায়নে লালমনিরহাট জেলার ৫ টি উপজেলায় মাস্ক এবং ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ হিাসাবে আমরা আজ ১শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম।জেলা ও উপজেলা প্রসাশনের সার্বিক সহায়তায় সেনাবাহিনীর তৎপরতায় যানবাহন চালাচল, দোকান পাঠ ও মানুষের অপ্রয়োজনীয় চলাচল কমে এসেছে।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাউল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০মিলি সয়াবিন তেল, ২৫০ গ্রাম লবন, ১টি সাবান।

এসময় সেনাবাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।