পেরাছড়ায় করোনায় কর্মহীন ১ হাজার ২০পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পার্বত্যাঞ্চল প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২১ | আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

খাগড়াছড়ির ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদে লকডাউনে করোনা পরিস্থিতিতে ১০২০পরিবারকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।

শনিবার(১৭ জুলাই) সকালে জেলা সদরের ১নং পেরছড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১০২০জনকে ১০কেজি চাউল, ১কেজি ডাল, ১কেজি আলু, ১লিঃ তৈল ও ৫০০গ্রাম লবন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পিআইও মাসুদুর রহমান, তদারকি কর্মকর্তা সুভায়ন খীসা সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমূখ। বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, কোভিড-১৯ এর কারনে লকডাউন অমান্যকারীদের সচেতনতার জন্য শুধুমাত্র জরিমানা আদায় ও শাস্তি প্রদান করাই হয় না।

করোনায় কর্মহীন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরন করছে সরকার। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।