তিন দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বেগম জিয়া

নিজস্ব সংবাদদাতা-
নিজস্ব সংবাদদাতা- নিজস্ব সংবাদদাতা-
প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৪ | আপডেট: ১:১৭ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিন দিন চিকিৎসার পর রাতে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টায় বিএনপিপ্রধান তার গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান।

পরে বাসার গেটে এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ম্যাডাম বাসায় এসেছেন। বাসায় বোর্ডের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে উনার চিকিৎসা চলবে।’

৩০ মার্চ গভীর রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানের বাসা ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রেখে চিকিৎসকরা তাকে চিকিৎসাসেবা দেন।

হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৩ মার্চ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এক দিন থেকে পরদিন তিনি বাসায় ফেরেন।

এর আগে গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে ১১ জানুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। ওই সময় গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।

৭৮ বয়সি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন।