কুড়িগ্রামে চর অঞ্চলে বালুর বুকে কৃষকের হাসি

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম
এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২২ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার চর অঞ্চলে কৃষকদের খুলেছে ভাগ্য। কেননা ভুট্টা চাষে উপযোগী কুড়িগ্রাম জেলার বিভিন্ন চর অন্চলের বেলে মাটি। তাই অধিক লাভের আশায় এইবার ভুট্টা চাষাবাদ করছেন।

বর্তমানে আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার করে কৃষকরা ভুট্টা চাষাবাদে ব্যাপক সাফল্য এনবে বলে আশাবাদী। গত মৌসুমে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ভুট্টা চাষ থাকলেও তেমনটা চোখে দেখা যায়নি। তবে গত বছরের তুলনায় এইবার ভুট্টা চাষ বেশি। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জগমনের চর গ্রামের আলমগীর হোসেন জানান ধরলার পাড়ে চরাঞ্চলের আমার নিজ জমিতে এইবার ভুট্টা চাষ করেছি।

লাভবান হবো বলে আশাকরি। ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে পরিশ্রম ও খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় কৃষকেরা লাভবান হবে বলে আশা করছেন। একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কৃষক বাদশাহ মিয়াও ভুট্টা চাষে লক্ষধিক টাকা লাভবান হবে বলে জানান।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাকির হোসেন জানান , গত মৌসুম অনুযায়ী এ মৌসুমে ভুট্টা চাষিরা অনেকটাই বেড়েছে তবে এইবার ভুট্টার বাম্পার ফলন হতে পারে।