ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফ এর ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’র সৌজন্য সংখ্যা প্রশাসনে হস্তান্তর

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২২ | আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র বিশিষ্ট গীতিকার, ধামইরহাট সরকারী এম এম কলেজের সহকারী অধ্যাপক কবি এস এম আব্দুর রউফ এর ৯ম গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ হস্তান্তর করা হয়েছে। ১৩ মার্চ বিকেল ৪ টায়  উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও গনপতি রায়ের হাতে সৌজন্য সংখ্যা তুলে দেন কবি এস এম আব্দুর রউফ। এ সময় সরকারী এম এম কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কবি এস এম আব্দুর রউফ ‘বিভ্রান্ত পৃথিবী ও বিক্ষুব্ধ জীবন, গীতিরত্ন, রৌদ্রনীল মহাকাশ, বিষ পিয়ালায় শেষ চুমুক, প্রেম ও ফুল, উঃ! কী বিবর্ণ মহাপৃথিবী, বিচ্ছিন্ন রচনাবলী, বিশ্বলোকে-আমার পদার্পণ ও সর্বশেষ গ্রন্থ ‘গীতিমঞ্জরী’ প্রকাশ করে দেশে খ্যাতি অর্জন করেছেন। ইতিমধ্যেই তিনি সাহিত্যক্ষেত্রে অনন্য অবদানের জন্য  ২০১০ সালে ‘শিশুকবি রকি’ সাহিত্য পুরস্কার ও ২০১৬ সালে ‘প্রেরণা’ সাহিত্য পুরস্কার এবং ২০১৭ সালে নওগাঁ লেখক পরিষদ কর্তৃক ‘বরেন্দ্রভূমি’ সাহিত্য পুরস্কার লাভ করেন।