নওগাঁয় করোনায় আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো মোহাম্মদ আলী, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, ০১ জুলাই ২০২১ | আপডেট: ২:১৪ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৪

নওগাঁর আত্রাইয়ে করোনায় আক্রান্ত এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিহারীপুর গ্রামের গোপালের বাসায় উপজেলার ডুবাই গ্রামের মনোরঞ্জনের ছেলে পলাশ তার পরিবারসহ ভাড়া থাকেন।

গত ১০ দিন আগে পলাশের মা ও তার স্ত্রী রাখি (২৪) করোনায় আক্রান্ত হয়। তারা করোনায় আক্রান্ত হবার পর প্রশাসনিক ভাবে তাদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়। হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল বিকেল ৩ টার দিকে পলাশের স্ত্রী গৃহবধূ রাখি নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ঝুলতে থাকেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।