না ফেরার দেশে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২১ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ০৬ মে ২০২৪

হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। শুক্রবার (১৬ জুলাই) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। ২০১৮ সালে স্ট্রোক হওয়ার পর পক্ষাঘাত হয়ে যায় সুরেখার। ২০২০ সালে আবার ব্রেন স্ট্রোক হয়। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি সুরেখা। ধীরে ধীরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।  

‘বধাই হো’-র জন্য শেষ বারের মতো জাতীয় পুরস্কার নিতে গিয়েছিলেন সুরেখা। সেই সময়ে তার শরীরের অবস্থা ভালো ছিলো না। হুইলচেয়ারে বসে পুরস্কার গ্রহণ করেছিলেন সুরেখা। প্রবীণ এই তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  চলচ্চিত্র অঙ্গনে।