ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আগ্রাাদ্বিগুন ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন তুললেন জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর। ১০ অক্টোবর দুপুর ১ টায় ইউনিয়ন আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি সেকেন্দর আলীর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ মোটরসাইকেল বহর নিয়ে দলীয় কার্যালয়ের সমবেত হন। এ সময় উপজেলা চেয়ারম্যান পদে আগ্রাদ্বিগুন ইউনিয়নের জননন্দিত নেতা আব্দুল লতিফ মীর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নিকট থেকে দলীয় মনোনয়ন উত্তোলন করেন। দলীয় মনোনয়ন ফরম উত্তোলনকালে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মেহবুব হোসেন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতিমধ্যেই ১নম্বর ধামইরহাট ইউনিয়ন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তনছের আলী মাস্টার, ইউপি সদস্য আবু সালাম ফুল্টু, আলমপুর ইউনিয়নে ওসমান গনি, উমার ইউনিয়ন ওবায়দুল হক সরকার, মাসুদুর রহমান সরকার, আড়ানগর ইউনিয়নে আবু রাইহান, ইসবপুরে প্রয়াত ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামার ছেলে আশরাফুল আলম রাশেদ মাস্টার, খেলনা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন মনোনয়ন তুলেছেন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান করা যাবে বলে দলীয় সূত্র জানিয়েছে।