আওয়ামী লীগের সভাপতি মো: শাহাবুদ্দিন মোল্লার প্রতি লিগাল নোটিশ

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ২৬ জুন ২০২১ | আপডেট: ১:৫৮ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ ও এডভোকেট আলহাজ্ব আছমত আলী খানকে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহাবুদ্দিন মোল্লার কটুক্তি করার অভিযাগ এনে প্রতিবাদ করেছে মাদারীপুর সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ।

শনিবার সকাল সাড়ে ১১টায় প্রত্যাশা প্রা: হাসপাতালের তৃত্বীয় তলাস্থ মুক্তিযোদ্ধা সংসদে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা এ প্রতিবাদ জানায় । এদিকে আছমত আলী খানকে নিয়ে কটুক্তির কারনে মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন মিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহাবুদ্দিন মোল্লার প্রতি লিগাল নোটিশ প্রদান করেছে। লিগাল নোটিশে সন্তোষজনক ব্যাখ্যা না দেয়া হলে মামলা দায়ের করার কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাশার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সেলিম মো: মকবুল হোসেন এডভোকেট গোলাম কিবরিয়া সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২৫ মে রাজৈর উপজেলার শান্তি নিকেতন কেন্দ্রে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে নেতা-কর্মীদের উপস্থিতিতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা মুক্তিযোদ্ধা আছমত আলী খানের মুক্তিযুদ্ধে ভূমিকা নিয়ে কটুক্তি করেন। শাহাবুদ্দিন মোল্লার এই বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি পক্ষে-বিপক্ষে প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা ঘটেছে।