ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি মো. আবু মুছা স্বপন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২২ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ১৯ মে ২০২৪

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শহীদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধার আব্দুর রউফ, অফির উদ্দিন, প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ। বক্তাগণ ২৫ মার্চ গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।